হজে গিয়ে আরো এক বাংলাদেশীর মৃত্যু

আপডেট: জুলাই ২, ২০২২
0

সৌদি আরবের মক্কায় তপন খন্দকার (৬১) নামের আরেক বাংলাদেশী হজযাত্রীর মৃত্যু হয়েছে (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

স্থানীয় সময় পবিত্র মক্কা আল-মুকাররমায় তিনি মৃত্যুবরণ করেন। তপন খন্দকারের বাড়ি রাজধানীর লালবাগ এলাকায়। তার পাসপোর্ট নম্বরঃ EE0540246।

এ নিয়ে সৌদিতে হজ পালনে গিয়ে দশ বাংলাদেশীর মৃত্যু হলো। এর মধ্যে পুরুষ ৭ জন, নারী ৩ জন।

হজ সম্পর্কিত প্রতিদিনের বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

হজ পালনে গিয়ে মারা যাওয়া অপর নয় বাংলাদেশী হলেন রাজধানীর বাড্ডার বাসিন্দা মোসাঃ ফাতেমা বেগম, সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার রফিকুল ইসলাম, টাঙ্গাইলের মোঃ আব্দুল গফুর মিয়া, ঢাকার বিউটি বেগম, রংপুরের পীরগাছার আবদুল জলিল খান, কুমিল্লা আদর্শ সদরের ধনপুরের মোছাঃ রামুজা বেগম, জয়পুরহাট সদরের মোঃ হেলাল উদ্দিন মোল্লা, নোয়াখালী জেলার নুরুল আমিন ও চাঁপাইনবাবগঞ্জের মোঃ জাহাঙ্গীর কবির। মারা যাওয়া ১০ হাজীর মধ্যে ৮ জন মক্কায় ও ২ জন মদিনায় মারা গেছেন।

এদিকে চলতি বছর এখন পর্যন্ত ৫০ হাজার ২১৮ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৩৮৫ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৪৬ হাজার ৮৩৩ জন। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৮ জুলাই হজ অনুষ্ঠিত হবে।