হত্যাকান্ডের দায় সরকারকেই নিতে হবে : ডাঃ জাফরুল্লাহ চৌধুরী

আপডেট: জুলাই ১১, ২০২১
0

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ : গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডাঃ জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, রূপগঞ্জের সেজান জুস কারখানার হত্যাকান্ডের দায় সরকারকেই নিতে হবে। এ হত্যাকান্ডের দায় প্রধানমন্ত্রীকেই নিতে হবে। নিহতের পরিবারকে ৫০ লাখ টাকা করে ক্ষতিপুরণ দিতে হবে। আহতদের চিকিৎসা ও পুণর্বাসন করতে হবে। রবিবার (১১ জুলাই) বেলা সাড়ে ১২টায় সেজান জুস কারখানার আগুনে ভষ্মীভূত ভবন পরিদর্শন শেষে তিনি এ কথাগুলো বলেন।

তিনি আরো বলেন, এমন ঘটনা একটা নয়, প্রতিদিনই এমন ঘটনা ঘটছে। ন্যায় নীতি না থাকলে ইন্ডাস্ট্রিয়াল রুল্স না মানলে এ দুর্ঘটনা থামবে না। এটা সরকারের ব্যর্থতা। আমাদের সবার জন্য দুঃখ আছে, জাতীর জন্য দুর্ভাগ্য আছে। কোন সরকার নির্বাচিত না হলে জনগণের প্রতি দায় দায়িত্ব থাকে না। এই সরকার ডাকাতির সরকার, লুটেরার সরকার, এ সরকার ক্ষমা পাওয়ার যোগ্যতা রাখে না।

প্রধানমন্ত্রীর উচিৎ ঘটনাস্থলে এসে এলাকাবাসীর কাছে ক্ষমা চাওয়া। এসময় উপস্থিত ছিলেন, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকী, গণসংহতি আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা শাখার সমন্বয়ক তরিকুল ইসলাম সুজন, ব্যারিষ্টার আব্দুল কাইয়ুম, পপি রানী সরকার প্রমুখ।

এম আর কামাল