হরিণাকুন্ডে লক্ষাধিক টাকার চুরি যাওয়া সরকারী গাছ উদ্ধারে মামলা দায়ের

আপডেট: জানুয়ারি ১৬, ২০২২
0

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ-
ঝিনাইদহের হরিণাকু-ু উপজেলার গোবরাপাড়া গ্রামের নদীর ধারে খাস জমিতে থাকা একলক্ষ সত্তুর হাজার টাকা মূল্যের মেহগনি গাছ চুরিকরে কেটে নিয়ে যায়। এ ঘটনায় হরিনাকুন্ডু থানার গোবরাপাড়া গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে আব্দুল মান্নানের নামে একটি চুরি মামলা হয়েছে। যার মামলা নংঃ হরিঃ জিআরঃ ১১/১৪০। থানা অফিসার ইনচার্জ আব্দুর রহিম মোল্লা জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সোনাতনপূর ফাড়ীর আইসি এসআই জিন্নাত হোসেনের নেতৃত্বে এএসআই বায়িজিদ সঙ্গীয় ফোর্স শনিবার সকাল ১১ টায় ঝিনাইদহ সদর উপজেলার নাথকুন্ডু সড়কের মেসার্স আনিচুর রহমান স-মিল থেকে চুরি যাওয়া মেহগনি গাছের পাঁচটি লগ উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য একলক্ষ পাঁচ হাজার টাকা। হরিণাকু- থানার এসআই জগদীশ চন্দ্র বসু জানান গত ২৭ ডিসেম্বর সন্ধারাতে গোবরাপাড়া নদীর ধারে খাস জমির মেহগনি গাছ চুরিকরে কেটে নিয়ে যায় আব্দুল মান্নান, ২৯ ডিসেম্বর থানায় আব্দুল মান্নানকে আসামী করে একটি চুরি মামলা রুজু করা হয়। বর্তমানে আব্দুল মান্নান জামিনে রয়েছেন।