হাটহাজারীতে মোদিবিরোধী বিক্ষোভ, পুলিশের সাথে সংঘর্ষে নিহত ৪ : আহত ৬ শিক্ষার্থী

আপডেট: মার্চ ২৬, ২০২১
0

চট্টগ্রামের হাটহাজারীতে পুলিশের সাথে হেফাজতে ইসলামের নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনায় চারজন নিহত হয়েছেন।শুক্রবার দুপুরে জুমার নামাজের পর বিক্ষোভ সমাবেশে পুলিশ বাধা দিলে এ ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম জানান, আহতদের মধ্যে ১১ জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আনার পর বিকেল সাড়ে ৪টার দিকে চারজনের মৃত্যু হয়। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, জুমার নামাজের পর হাটহাজারী সদরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ মিছিলে বাধা দিলে এ সংঘর্ষ শুরু হয়।

এ সময় পুলিশ বিক্ষোভকারীদের লক্ষ্য করে টিয়ার শেল ও রাবার বুলেট ছুড়ে। এতে অন্তত ছয় শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়। আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে। সংঘর্ষে হাটহাজারী-খাগড়াছড়ি-রাঙামাটি মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

সংঘর্ষের সময় হাটহাজারী এসিল্যান্ডের গাড়িতে আগুন দিলে গাড়িটি পুড়ে যায়। বিক্ষুব্ধ কর্মীরা চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়ক অবরোধ করে রেখেছে। পরিস্থিতি মোকাবিলায় বিপুল সংখ্যক পুলিশ থানার সামনে অবস্থান করছে।

এ ব্যাপারে হাটহাজারী থানার অফিসার ইনচার্জ (ওসি), সার্কেল এএসপিসহ অন্য পুলিশ কর্মকর্তাদের বার বার ফোন করে যোগাযোগ করা সম্ভব হয়নি।

সূত্র : ইউএনবি