হেফাজতের সঙ্গে সরকারের সম্পর্কের অবনতি হলে দেশের রাজনীতিই ওলট-পালট হয়ে যাবে: জোবাইদা নাসরীন

আপডেট: এপ্রিল ৩, ২০২১
0

হেফাজতের সঙ্গে সরকারের সম্পর্কের অবনতি হলে দেশের রাজনীতিই ওলট-পালট হয়ে যাবে- এমন মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষক জোবাইদা নাসরীন।

শুক্রবার বিবিসি বাংলায় জোবাইদা নাসরীন বলেন, হেফাজতের মধ্যে একটা রাজনীতির প্রবণতা দেখা যাচ্ছে। কারণ সংগঠনটির নেতাদের অনেকেই সরকার বিরোধী রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্ট। সংগঠনটিকে ঘিরে বাংলাদেশের ধর্মভিত্তিক দল ও শক্তিগুলো ঐক্যবদ্ধ শক্তি হিসেবে আবির্ভূত হবার সম্ভাবনা আছে।

জোবাইদা বলেন, জুনায়েদ বাবুনগরীর নেতৃত্বে নতুন হেফাজত কমিটি দায়িত্ব নিয়েই তাদের একটা অবস্থান এবং শক্তির জানান দেয়ার চেষ্টা করেছিলো। তাদের প্রথম কর্মসূচি ছিলো মুজিব ভাস্কর্যের বিরুদ্ধে অবস্থান।
বর্তমান তারা সরকারের প্রতিক্রিয়া বোঝার চেষ্টা করছে।

তিনি বলেন, মোদী বিরোধী বিক্ষোভের সময় সরকার কঠোর অবস্থান নিয়ে হেফাজতকে একটা বার্তা দিতে চেয়েছে। কিন্তু তাদের সম্পর্ক ভেঙে পড়েছে এমনটা বলা যাচ্ছে না।
কারণ মাঠে হেফাজতের বিরুদ্ধে কঠোর হলেও তাদের নেতাদের নামে কোনও মামলা হয়নি।

তিনি আরও বলেন, সরকার এখনো তাদের সুযোগ দিচ্ছে, সরকার বিরোধী অবস্থান থেকে সরে আসার।
সুতরাং সম্পর্ক থাকবে, কিন্তু ঘনিষ্ঠতার মাত্রায় একটা পরিবর্তন আসতে পারে।