হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৬ পাক সেনা নিহত

আপডেট: সেপ্টেম্বর ২৬, ২০২২
0

পাকিস্তানের দক্ষিণ পূর্বাঞ্চলে মিলিটারি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে কমপক্ষে ছয় সেনা সদস্য নিহত হয়েছেন।

সোমবার কর্তৃপক্ষ এসব তথ্য নিশ্চিত করেছে।

এর আগে গত মাসে আফগানিস্তান ও ইরানের সীমান্তবর্তী বেলুচিস্তানের ছোট শহর খোশতের কাছে একটি হেলিকপ্টার দুর্ঘটনার শিকার হয়।
সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, ‘গতকাল গভীর রাতে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে দু’জন মেজরসহ ছয় সেনা সদস্য শহীদ হয়েছেন। ওই দুই মেজর হেলিকপ্টারটির পাইলট ছিলেন।’

বিবৃতিতে বিধ্বস্তের কারণ বা বিমানটি কী ধরনের দুর্ঘটনায় পড়েছে তা বিস্তারিত বলা হয়নি। এছাড়া যে এলাকায় দুর্ঘটনা ঘটেছে সেটি বন্যাকবলিত ছিল না।

আগস্টের শুরুতে বেলুচিস্তানে বন্যার ত্রাণ বিতরণকালে সেনাবাহিনীর এক শীর্ষ কমান্ডারসহ ছয় পাকিস্তানি স্বেচ্ছাসেবক নিহত হন।
মুষুলধারে বৃষ্টির ফলে এ বছর পাকিস্তানের সিন্ধু ও বেলুচিস্তান শহরে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এতে এক হাজার ছয় শ’র বেশি লোক মারা গেছে। যার মধ্যে ৩২৩ জনই বেলুচিস্তানের।

সূত্র : ডেইলি সাবাহ