১৮ দিনের রিমান্ড শেষে কারাগারে হেফাজত নেতা মামুনুল হক

আপডেট: জুন ৫, ২০২১
0

ছয় মামলায় ১৮ দিনের রিমান্ড শেষে হেফাজত নেতা মামুনুল হককে কারাগারে পাঠানো হয়েছে।
আজ শনিবার সকালে তাকে নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের ইন্সপেক্টর আসাদুজ্জামান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, গত ২৬ এপ্রিল মতিঝিল ও পল্টন থানার নাশকতার দুই মামলায় মামুনুলের সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
আর, ১৯ এপ্রিল মোহাম্মদপুর থানায় হত্যার উদ্দেশ্যে আঘাত করে গুরুতর জখম, চুরি মামলায় সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এদিকে, নাশকতার তিন মামলায় হেফাজতের আরেক নেতা জুনায়েদ আল হাবিবের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
গত ১৮ এপ্রিল রাজধানীর মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে মামুনুল হককে নাশকতার মামলায় গ্রেপ্তার করে পুলিশ।
আর ১৭ এপ্রিল জুনায়েদ আল হাবিবকে রাজধানীর বারিধারা থেকে গ্রেপ্তার করা হয়।