১৯৯১সাল থেকে প্রতিশ্রুতি ভঙ্গ করা বিএনপি গণতন্ত্রের ফেরিওয়ালা হলো কবে -প্রশ্ন ওবায়দুল কাদেরের

আপডেট: ফেব্রুয়ারি ১৫, ২০২১
0
ফাইল ফটো

আওয়ামীলীগীগের সাধারন সম্পাদক ও সড়ক ও পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন , ”বিএনপি দিনের আলোতে রাতের আধাঁর দেখতে পায় কিন্তু সরকারের উন্নয়ন দেখতে পারে না। সেই ১৯৯১ সালে বিএনপি ক্ষমতায় আসার পর থেকেই তো কত প্রতিশ্রুতি ভঙ্গ করেছে । আর আজ গণতন্ত্রের ফেরিওয়ালা হয়ে গেছে?”

ওবায়দুল কাদের আজ সকালে রাজধানীর রাসেল স্কয়ারে গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

তিনি তাঁর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন।

১৯৯১ সালে বিএনপি সরকার গঠন করার পর থেকেই সমস্ত নির্বাচনী প্রতিশ্রুতি ও গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠায় জনগণের কাছে দেওয়া ওয়াদা ভাঙ্গতে শুরু করে বলে জানান ওবায়দুল কাদের।

বিএনপি দিনের আলোতে রাতের আঁধার দেখতে পায়, তাই তারা সরকারের কোনো উন্নয়ন ও অর্জন দেখতে পায় না বলে মনে করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বাস্তবায়নের মধ্য দিয়ে দুঃখী মানুষের মুখে হাসি ফুটানোই ছিলো জনগণের কাছে আওয়ামী লীগের অঙ্গীকার, আর সেই লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সরকার।শ্রুতি