২লক্ষ ১৭ হাজার নতুন শনাক্ত : ভারত একদিনে কোভিডের তালিকায় সর্বকালের উচ্চ রেকর্ড

আপডেট: এপ্রিল ১৬, ২০২১
0

একদিনে ২ লক্ষ কোভিড মামলার গুরুতর মাইলফলক অতিক্রম করেছে ভারত। গত ২৪ ঘন্টায় ভারতে নতুন শনাক্ত ২লক্ষ ১৭ হাজার । করোনাভাইরাসকে ছড়িয়ে দেওয়ার জন্য প্রশাসনের দ্বারা সাপ্তাহিক কারফিউ এবং সাপ্তাহিক দিনের নিষেধাজ্ঞাগুলি সহ দিল্লি ও মুম্বাইয়ের মতো বড় শহরগুলিতে কঠোর বিধিনিষেধ রয়েছে।

কর্ণাটকের সিএম বিএস ইয়েদিউর কোভিড -১৯ পরিস্থিতি নিয়ে তাঁর বাসভবনে জরুরি সভা করেছেন। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ডাঃ কে সুধাকর এবং অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন

ভারতে করোনায় দ্বিতীয় ঢেউয়ের জেরে দৈনিক মৃত্যু পর পর ৩ দিন হাজার ছাড়াল। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ১ হাজার ১৮৫ জনের। এ নিয়ে মোট ১ লক্ষ ৭৪ হাজার ৩০৮ জন কোভিডে প্রাণ হারালেন দেশে। দৈনিক সংক্রমণের এই বৃদ্ধি সক্রিয় রোগীর সংখ্যা বাড়িয়েছে।

গত ২৪ ঘণ্টায় সক্রিয় রোগী বেড়েছে । এখন ভারতে সক্রিয় রোগীর সংখ্যা ১৫ লক্ষ ৬৯ হাজার ৭৪৩ জন। এই সক্রিয় রোগী বৃদ্ধির জেরে হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা পরিষেবাতে ঘাটতি তৈরি হচ্ছে। একই শয্যাতে থাকতে হচ্ছে একাধিকজনকে। কেউ কেউ আবার শয্যা না পেয়ে চেয়ারে বসেই চিকিৎসা পরিষেবা নিচ্ছেন হাসপাতালে।