২৭ দিন পর করোনা মুক্ত হলেন খালেদা জিয়া

আপডেট: মে ৯, ২০২১
0

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া করোনামুক্ত হয়েছেন। করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার ২৭ দিন পর তিনি করোনা ‘নেগেটিভ’ হলেন।

বিএনপির চেয়ারপারসনের একজন ব্যক্তিগত চিকিৎসক আজ রাত সোয়া একটার দিকে খালেদা জিয়ার করোনা নেগেটিভ হওয়ার কথা গণমাধ্যমকে নিশ্চিত করেন। তিনি জানান, এর আগে দুই বার ও আজ নিয়ে মোট তিন বার খালেদা জিয়ার করোনা পরীক্ষা করা হয়েছে।

খালেদা জিয়া গত ১১ এপ্রিল পরীক্ষার জন্য নমুনা দেন। এই দিন রাতেই পরীক্ষার ফলাফলে দেখা যায়, তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
এর ১৪ পর পর গত ২৫ এপ্রিল আবারও নমুনা পরীক্ষা করা হয়। কিন্তু তখনো তিনি করোনা পজিটিভই ছিলেন।

এর আগে গত বুধবার রাতে উন্নত চিকিৎসার জন্য, খালেদা জিয়াকে বিদেশ নেয়ার আবেদন জানান, তার ছোট ভাই শামীম ইস্কান্দার।
চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামতের চিঠি আজ রবিবার (৯ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।আইনমন্ত্রী আনিসুল হক, গণশাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।আইন মন্ত্রণালয়ের মতামতের ভিত্তিতে, পরবর্তী ব্যবস্থা নেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। চূড়ান্ত অনুমোদনের পরই মিলবে, খালেদা জিয়ার বিদেশ যাত্রার টিকিট।