৩ আগষ্ট থেকে বাংলাদেশ-অষ্ট্রেলিয়া ৫ ম্যাচের সিরিজ শুরু

আপডেট: জুলাই ২৩, ২০২১
0
ফাইল ফটো

ডেস্ক রিপোর্ট:
নিজ মাঠে সফরকারী অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন ৫ ম্যাচের টি-২০ সিরিজের সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সংক্ষিপ্ত ভার্সনের সিরিজ খেলতে চলতি মাসেই সফরে আসছে অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল।

শের ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৩ আগস্ট অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম ম্যাচ। ছয় দিনে পাঁচটি টি-২০ খেলবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে শেরে-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। আজ বিসিবির দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

বিসিবি’র প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী বলেন, বিসিবি এবং ক্রিকেট অস্ট্রেলিয়া এ সফরটি নিশ্চিত করতে অক্লান্ত পরিশ্রম করেছে। কোভিড-১৯ মহামারীর পরিস্থিতিতে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে কোনো ক্রিকেট সিরিজ আয়োজন করা একটি চ্যালেঞ্জ।

তবে আমি অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, দুই দলের খেলোয়াড়, স্টাফ এবং ম্যাচ কর্মকর্তাদের জন্য জৈব সুরক্ষা বলয় থাকবে। যা সফরে কার্যকরী ভূমিকা রাখবে। সর্বশেষ ২০১৭ সালে বাংলাদেশ সফর করেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। সফরে টাইগাদের বিপক্ষে দুটি টেস্ট খেলেছিল তারা। যেখানে একটি জিতেছিল বাংলাদেশ, অন্যটি অস্ট্রেলিয়া। সেবারই টেস্টে প্রথমবারের মতো অসিদের বিপক্ষে প্রথম জয় এসেছিল লাল-সবুজের প্রতিনিধিত্বকারীদের।

টেস্ট এবং ওয়ানডে ম্যাচে জয় এলেও এখনো টি-২০ ফরম্যাটে অস্ট্রেলিয়ার বিপক্ষে কোনো ম্যাচে জয় পায়নি বাংলাদেশ।

একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলতে এখন জিম্বাবুয়েতে অবস্থান করছে বাংলাদেশ দল। এরমধ্যেই টেস্ট এবং ওয়ানডে সিরিজের সবকটি ম্যাচে জয় তুলে নিয়েছে রাসেল ডোমিঙ্গোর শিষ্যরা।

আজ থেকে শুরু হচ্ছে টি-২০ সিরিজ। এরপর আগামীকাল দ্বিতীয় ম্যাচে এবং ২৫ জুলাই শেষ ম্যাচে মাঠে নামবে মাহমুদউল্লাহ রিয়াদরা।

এদিকে অস্ট্রেলিয়া দলও বসে নেই। ওয়েস্ট ইন্ডিজ সফরে রয়েছে অসিরা। অবশ্য সেখানে খুব একটা সুবিধা করতে পারছে না অ্যালেক্স ক্যারি বাহিনী। পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে ক্যারিবীয়দের কাছে হেরেছে ৪-১ ব্যবধানে। অবশ্য প্রথম ওয়ানডে ম্যাচে জয় নিয়ে সিরিজে এগিয়ে রয়েছে অজিরাই।

পাঁচ ম্যাচের টি-২০ সূচি:
১ম টি-২০:৩ আগস্ট
২য় টি-২০ : ৪ আগস্ট
৩য় টি-২০ : ৬ আগস্ট
৪র্থ টি-২০ : ৭ আগস্ট
৫ম টি-২০ :৯ আগস্ট

সূত্র : বাসস