৫টি বিশ্বকাপ খেলতে যাচ্ছেন রোনালদো

আপডেট: মার্চ ২৮, ২০২১
0

বিশ্বের খুব কম খেলোয়াড়ই রয়েছেন যাদের ক্যারিয়ারে পাঁচটি বিশ্বকাপ খেলার সৌভাগ্য হয়েছে। রোনাল্ডোর সামনে সেই সুযোগ এনে দিতে পারে চলমান বাছাইপর্বের সাফল্য।২০২২ কাতার বিশ্বকাপ বাছাইপর্বে ইউরোপীয়ান অঞ্চলের ম্যাচে অন্যান্য দলগুলোর সাথে লড়াইয়ে নেমেছে পর্তুগাল। বাছাইপর্বে পর্তুগীজদের হয়ে খেলছেন দলের সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনাল্ডো। পর্তুগালকে বিশ্বকাপের মূল পর্বে পৌঁছে দিতে পারলে এক বিরল কৃতিত্বের অধিকারী হবেন রোনাল্ডো।

]
বিশ্ব ফুটবলে মাত্র তিনজন খেলোয়াড় এই কৃতিত্ব অর্জন করেছেন। জার্মান সাবেক অধিনায়ক লোথার ম্যাথিউস, ও দুই মেক্সিকান সাবেক তারকা এন্টোনিও কারবাহাল ও রাফায়েল মারকুয়েজ পাঁচটি বিশ্বকাপ খেলেছেন। ইতালিয়ান অভিজ্ঞ গোলরক্ষক গিয়ানলুইজি বুফনও পাঁচটি বিশ্বকাপ স্কোয়াডে নাম লিখিয়েছিলেন, কিন্তু খেলেছেন চারটিতে।

রোনাল্ডো ছাড়াও বর্তমানে চারটি বিশ্বকাপ খেলার তালিকায় রয়েছে আরো অনেক নাম। কিন্তু সাম্প্রতিক ফর্ম বিবেচনায় তাকে নিয়ে ভবিষ্যতে আরো অনেকদূর এগিয়ে যাবার স্বপ্ন দেখে পর্তুগাল। যে কারণে বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিতে পারলে সেটা রোনাল্ডোর জন্যও হবে এক অনন্য পাওয়া।