৫৩ বছর পর হারানো মানিব্যাগ ফিরে পেয়ে অবাক ব্যাগের মালিক

আপডেট: ফেব্রুয়ারি ১৪, ২০২১
0

১৯৬৮ সালে অ্যান্টার্কটিকায় থাকাকালীন পল গ্রিশাম নামের এক নৌবাহিনী আবহাওয়াবিদের মানিব্যাগ হারিয়ে গিয়েছিলো। সেই হারানো মানিব্যাগ ৫৩ বছর পরে ফিরে পেয়ে বিস্মিত পল।
দুই সপ্তাহ আগে একজন ব্যাক্তি এটি তার কাছে ফিরিয়ে দেয়।

বর্তমানে পলের বয়স ৯১ বছর। তিনি তার পুরানো পরিচয়পত্রের দিকে তাকিয়ে হাসতে হাসতে বলেন সে সময় আমার গাঢ় বাদামী চুল ছিল।

গ্রিশাম বলেন আমি এটির কথা ভুলেই গিয়েছিলাম। তিনি বলেন ১৯৬৭ থেকে ১৯৬৮ সাল পর্যন্ত অ্যান্টার্কটিকার ম্যাকমার্ডো স্টেশনে আবহাওয়াবিদের দায়িত্ব পালন করেছিলেন, তখন মানিব্যাগটি হারিয়ে যায়।