কালিয়াকৈরে আগুনে পুড়ে এক বছরের শিশু অঙ্গার

আপডেট: ফেব্রুয়ারি ১০, ২০২১
0

গাজীপুর সংবাদদাতাঃ গাজীপুরে কালিয়াকৈরের এক কলোনীতে বুধবার অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এসময় আগুনে পুড়ে অঙ্গার হয়ে এক বছর বয়সের শিশু নিহত হয়েছে। আগুনে ওই কলোনীর ১৮টি কক্ষ মালামালসহ পুড়ে গেছে। নিহতের নাম ইসমাইল হোসেন (১)। সে গাইবান্ধার সাঘাটা থানার পাকুলি এলাকার বাদল মিয়ার ছেলে।

ফায়ার সার্ভিসের কালিয়াকৈর স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. কবিরুল আলম জানান, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক তেলিরচালা এলাকায় রেজাউল করিমের টিনসেড কলোনীতে স্বপরিবারে ভাড়া থেকে এলাকায় রিকশা চালান বাদল মিয়া। প্রতিদিনের মতো বুধবার সকালে স্ত্রী-সন্তানদের ঘরে রেখে রিকশা নিয়ে বেরিয়ে যান বাদল। এরপর তার স্ত্রী তাদের শিশু সন্তান ইসমাইলকে ঘরের ভেতর ঘুমন্ত অবস্থায় রেখে বাইরে থেকে দরজায় তালা আটকে বাইরে যান।

এক পর্যায়ে সকাল সাতটার দিকে ওই কলোনীতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। মুহুর্তেই আগুন পার্শ্ববর্তী কক্ষগুলোতে ছড়িয়ে ভয়াবহ আকার ধারণ করে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যার্থ হন। খবর পেয়ে ফায়ার সার্ভির্সের কালিয়াকৈর স্টেশনের ৩টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে যান। তারা প্রায় ১ঘন্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তল্লাশি চালিয়ে ঘরের ভেতরে আটকেপড়া আগুনে দগ্ধ শিশুটির অঙ্গার লাশ উদ্ধার করে।

আগুনে কলোনির ১৮টি কক্ষ ও কক্ষে থাকা বিভিন্ন মালামাল পুড়ে গেছে। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমান তাৎক্ষণিভাবে জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রান্না করার সময় গ্যাসসিলিন্ডারের লিকেজ থেকে ওই অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে।

এছাড়াও একই উপজেলার ফুলবাড়িয়া বাজারে নজরুল ইসলামের মালিকানাধীন দুইটি দোকানে মঙ্গলবার মধ্যরাতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভান। আগুনে দোকানে থাকা ফ্রিজ, চাল ও ডালসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে।