হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম কি বন্ধ হয়ে গেলো !!!

আপডেট: মার্চ ২০, ২০২১
0

শুক্রবার রাত প্রায় ১১টা নাগাদ হোয়াটসঅ্যাপে সমস্যা শুরু হয় বলে দাবি করেছে ডাউনডিটেক্টর ডট কম নামে একটি ওয়েবসাইট। ওই সাইট জানিয়েছে, রাত ১১টা থেকে ১১টা ৪০ মিনিট পর্যন্ত বিশ্বের ২৩ হাজারেরও বেশি হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী ভোগান্তিতে পড়েন।

সেই সঙ্গে ১২ লক্ষ ইনস্টাগ্রাম ব্যবহারকারীরও সমস্যায় পড়তে হয়েছে। তবে শুক্রবার রাত পৌনে ১২টা নাগাদ ওই অ্যাপগুলির পরিষেবা ফের স্বাভাবিক হয়।

মার্ক জাকারবার্গের মালিকানাধীন হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামের পাশাপাশি ফেসবুকেও বিঘ্নিত হয়। এ নিয়ে শুক্রবার টুইটারে ক্ষোভের কথা জানাতে শুরু করেন অসংখ্য ব্যবহারকারী। তবে কী কারণে হোয়াটসঅ্যাপ-সহ এই ৩টি অ্যাপের পরিষেবা বন্ধ হয়ে যায়, তা নিয়ে শুক্রবার গভীর রাত পর্যন্ত কোনও বিবৃতি জারি করেনি সংস্থা।

প্রসঙ্গত, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে একই ধরনের সমস্যার মুখে পড়েছিলেন হোয়াটসঅ্যাপ, ফেসবুক এবং ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা। সে সময় ভারত ছাড়া আমেরিকার বাসিন্দারাও সাময়িক ভাবে ওই অ্যাপগুলি ব্যবহারে দুর্ভোগে পড়েছিলেন।