গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতেঃ গাজীপুরে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত

আপডেট: মার্চ ২২, ২০২১
0

গাজীপুর সংবাদদাতাঃ গাজীপুরে গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে সরকারি ও বেসরকারী প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন সভা সোমবার অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিাত ছিলেন গাজীপুর জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম।

গাজীপুর সার্কিট হাউসে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মামুন সরদার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা লিগ্যাল এইড অফিসার মোসাঃ তানিয়া শার্মী, গাজীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম।অনুষ্ঠানে গাজীপুর জেলার বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণমাধ্যম কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন। সভায় গ্রাম আদালতকে আরো বেশী কার্যকর করতে জনসচেতনতা বৃদ্ধি,গ্রাম আদালতকে সমৃদ্ধ করণসহ এর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
###
মোঃ রেজাউল বারী বাবুল
গাজীপুর।