বার্সেলোনার জার্সি গায়ে ৩৫টি শিরোপা জেতা হয়ে গেল মেসির

আপডেট: এপ্রিল ১৮, ২০২১
0

ফাইনাল জিতে বার্সেলোনার জার্সি গায়ে ৩৫টি শিরোপা জেতা হয়ে গেল মেসির। বার্সেলোনার অধিনায়ক হিসেবে এত দিন কোপা দেল রে’র ট্রফিটা জিততে পারেননি। নতুন জেতা যেকোনো কিছু তো বিশেষই। বার্সেলোনার কোপা দেল রে ফাইনাল অনেক দিক দিয়েই মেসির জন্য বিশেষ একটা ম্যাচ ছিল। ম্যাচটায় জিতে খেলোয়াড় হিসেবে মোট ৩৭টি দলগত শিরোপা জিতলেন, যা তাঁকে ফুটবল ইতিহাসের সফলতম খেলোয়াড় হিসেবে যৌথভাবে দ্বিতীয় স্থানে নিয়ে গেছে।

গত রাতে জোড়া গোল করেছেন মেসি। জোড়া গোল করে কোপা দেল রে ফাইনালের ইতিহাসে সবচেয়ে বেশি গোল করার রেকর্ড করে ফেলেছেন, আগে যে রেকর্ডটা বিলবাওয়েরই সাবেক স্ট্রাইকার তেলমো জারার দখলে ছিল। কোপা ফাইনালে এখন মেসির গোল নয়টা।

কাল মেসির অর্জনগুলো এল কোপা দেল রে’র ইতিহাসের দ্বিতীয় সফলতম দলকে এক ফুঁতকারে উড়িয়ে দিয়ে। বার্সাও প্রমাণ করেছে, কেন তাঁরা কোপার রাজা। অধিনায়ক হিসেবে প্রথম কোপা দেল রে জিতে, দলের ট্রফি–খরা ঘুচিয়ে যে মেসি কতটা নির্ভার, বোঝা গিয়েছে ম্যাচের শেষে।

বার্সা টিভিকে দেওয়া সাক্ষাৎকারে মেসি নিজের স্বস্তির কথাই বলেছেন, ‘এই ক্লাবের অধিনায়ক হতে পারা আমার জন্য বিশেষ কিছু। অধিনায়ক হিসেবে এটা আমার প্রথম কোপা দেল রে শিরোপা, এ ঘটনাটাও আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ।’

তবে মেসিদের এই অর্জন দেখার জন্য কোনো দর্শক মাঠে ছিলেন না, সেটাও কষ্ট দিয়েছে বার্সা অধিনায়ককে, ‘আমাদের ভক্তদের সামনে ট্রফি জয় উদ্‌যাপন করতে পারছি না, ব্যাপারটা কষ্টের। কিন্তু কিচ্ছু করার নেই, এভাবেই চলতে হবে আমাদের। খুবই হতাশার বিষয় এটা। কোপা দেল রে সব সময়েই একটা বিশেষ স্থান দখল করে থাকে, আমাদের ভক্তরাও এই ট্রফি জিতলে অনেক আনন্দ পায়।’

কোপা দেল রে’র এই সাফল্য মেসিকে লিগের ব্যাপারেও আশাবাদী করে তুলেছে। লিগের শীর্ষস্থানের জন্য অ্যাটলেটিকো মাদ্রিদ ও রিয়াল মাদ্রিদের সঙ্গে নিয়মিত লড়তে থাকা বার্সেলোনা অবশেষে লিগেও ভালো কিছু করতে পারবে বলে আশা করছেন মেসি, ‘মৌসুমের শুরুতে আমাদের বেশ কষ্ট হয়েছে। খামোকা কিছু পয়েন্ট হারিয়েছি। কিন্তু আস্তে আস্তে আমরাও শক্তিশালী হচ্ছি, ভালো খেলছি, আর আমরা এখন বেশ ভালোভাবেই শিরোপার দৌড়ে আছি। কপাল খারাপ, ক্লাসিকোতে একটা ইতিবাচক ফল আনতে পারিনি।’

প্রথম আলো