শাহপরীর দ্বীপে কোস্ট গার্ডের অভিযানে ৭ হাজার পিস ইয়াবাসহ ২ ইয়াবা পাচারকারী আটক

আপডেট: মে ২২, ২০২১
0

বাংলাদেশ কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরী কর্তৃক টেকনাফ থানাধীন শাহপরীর দ্বীপ পশ্চিম পাড়া বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ০৭ হাজার পিস ইয়াবাসহ ০২ জন ইয়াবা পাচারকারীকে আটক করা হয়।

শনিবার (২২ মে) বিকালে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার আমিরুল হক এ তথ্য জানান।

তিনি বলেন, অভিযান চলাকালীন সময় শাহপরীর দ্বীপ পশ্চিম পাড়া বেড়িবাঁধ এলাকায় একটি অটোরিকশার গতিবিধি সন্দেহজনক মনে হলে অটোরিকশাটি জব্দ করে কোস্ট গার্ডের অভিযান পরিচালনাকারী দল। পরবর্তীতে অটোরিকশাটি তল্লাশি করে ০৭ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। এ সময় ইয়াবা পাচারের সাথে জড়িত ০২ জনকে আটক করা হয়।

আটককৃতরা হলো- মোঃ বশির আহমেদ(৪০), পিতা মৃত নুর মোহাম্মদ এবং মোছাঃ সাবিকুন নাহার(২৩), পিতা ফয়েজ উল্লাহ। ইয়াবা পাচারকারীরা টেকনাফ থানাধীন শাহপরী দ্বীপের দক্ষিণ পাড়ার বাসিন্দা। আটককৃত ইয়াবা পাচারকারী, জব্দকৃত ইয়াবা ট্যাবলেট ও পাচারকার্যে ব্যবহৃত অটোরিকশাটি পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড এর আওতাভুক্ত এলাকা সমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, জননিরাপত্তার পাশাপাশি বনদস্যুতা, ডাকাতি দমন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ রোধে কোস্ট গার্ডের জিরো টলারেন্স নীতি অবলম্বন করে নিয়মিত অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।
Download all attachments as a zip file