গাজীপুরে দুর্নীতি প্রতিরোধ কার্যক্রম শীর্ষক প্রশিক্ষণ

আপডেট: জানুয়ারি ৩১, ২০২৩
0

স্টাফ রিপোর্টার, গাজীপুর \ দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে দুর্নীতি প্রতিরোধ কার্যক্রম বাস্তবায় শীর্ষক এক কর্মশালা মঙ্গলবার সকালে শহরের জয়দেবপুর প্রাথমিক টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের শহীদ আহসান উল্লাহ মাস্টার মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

দুর্নীতির প্রতিরোধের লক্ষ্যে গাজীপুর জেলার দুর্নীতি প্রতিরোধ কমিটি সদস্য এবং দুর্নীতি প্রতিরোধ কর্মকান্ডের সঙ্গে সম্পৃক্ত কর্মকর্তাদের সমন্বয়ে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনে সচিব মোঃ মাহবুব হোসেন।

প্রশিক্ষণে দুর্নীতি প্রতিরোধ কার্যক্রম বাস্তবায়নে করণীয় বিষয়ে বাস্তবভিত্তিক কর্মপরিকল্পনা তুলে ধরে বক্তব্য রাখেন দুদক সচিব মোঃ মাহবুব হোসেন, মহাপরিচালক (প্রতিরোধ) মোঃ আক্তার হোসেন এবং ভিডিও স্লাইড প্রদর্শন করেন ঢাকা বিভাগের পরিচালক মোঃ মোরশেদ ইসলাম। প্রাসঙ্গিক বিষয়ে বক্তব্য রাখেন গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) হাসিনা আক্তার, জেলা শিক্ষা অফিসার রেবেকা সুলতানা, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর এমএ বারী ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ মুকুল কুমার মল্লিক, দুদক উপ-পরিচালক মোজাহের আলী সরদার, দুপ্রক সদস্য আজাদ ফারুক, অধ্যাপক ফজলুল হক, চন্দন রক্ষিত, সাইফুল ইসলাম শাহীন, খলিলুর রহমান, ফয়জুন্নেসা লাভলী, মনির হোসাইন মোল্লা প্রমুখ। পরে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।

###
মোঃ রেজাউল বারী বাবুল
স্টাফ রিপোর্টার, গাজীপুর।
৩১/০১/২০২৩ ইং।