১৩ কেজির কোরাল ১৭ হাজারে বিক্রি

আপডেট: মে ১৯, ২০২৩
0

গোলাম কিবরিয়া বরগুনা :

বরগুনার বিষখালী নদীতে এক জেলের জালে ধরা পড়েছে ১৩ কেজি ওজনের একটি কোরাল মাছ। বরগুনার মাছ বাজারে এক খুচরা বিক্রেতার কাছে ১৭ হাজার টাকায় মাছটি বিক্রি করে ওই জেলে।
বৃহস্পতিবার বিকালে বরগুনা সদর উপজেলার এম বালিয়াতলি এলাকার মাহমুদ হোসেনের জালে বিষখালী নদীতে ধরা পড়ে মাছটি।
জেলে মাহমুদ হোসেন জানান, এম বালিয়াতলি এলাকা সংলগ্ন বিষখালী নদীতে ছোট ইঞ্জিন চালিত নৌকা নিয়ে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করেন সে। প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার বিকেলে জাল ফেলেছিলেন তিনি। এসময় জাল টানতে গিয়ে বিশাল আকৃতির এই কোরাল মাছ পায় তিনি। বালিয়াতলি বাজারে ভালো দাম না পাওয়ায় বরগুনা মাছ বাজারে এসে ১৭ হাজার টাকায় মাছটি বিক্রি করে যান তিনি।

বরগুনা মাছ বাজারের খুচরা ব্যবসায়ী সফেজ উদ্দিন বলেন, জেলে মাহমুদ হোসেন মাছ বাজারে ১৩ কেজি ওজনের একটি কোরাল মাছ নিয়ে আসেন। আমি মাছটি ১ হাজার ৩০০ টাকা কেজি দরে ওই জেলের থেকে মাছ ক্রয় করি ১৭ হাজার টাকায়। এরপর মাছটি কেটে বৃহস্পতিবার সন্ধ্যায় ১ হাজার ৪৫০ টাকা কেজি দরে খুচরা ক্রেতাদের কাছে বিক্রি করি।

এ বিষয়ে বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব বলেন, এসব মাছ সুন্দরবন এলাকায় বেশি পাওয়া যায়। মাঝে মধ্যে খাবারের সন্ধানে সুন্দরবনের পার্শ্ববর্তী নদীতে এসব মাছ চলে আসে। আমরা আশা করছি জেলেরা বড় আকৃতির মাছ আরও বেশি বেশি পাবেন। মৎস্য সংরক্ষণে সরকারের দেয়া বিভিন্ন সময়ে নিষেধাজ্ঞা বাস্তবায়ন করায় নদী ও সাগরে বড় আকৃতির মাছের সংখ্যা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে।

মেইলে ছবি দেয়া আছে।

গোলাম কিবরিয়া।
বরগুনা জেলা প্রতিনিধি।
তারিখ : ১৯.৫.২০২৩ খ্রি: