FIAF সম্মানে ভূষিত করা হবে অমিতাভ বচ্চনকে

আপডেট: মার্চ ১১, ২০২১
0

FIAF সম্মানে ভূষিত করা হবে অমিতাভ বচ্চনকে। ফিল্ম ইন্ডাস্ট্রিতে আজীবন অবদানের নিরিখেই এই সম্মান পেতে চলেছেন সিনিয়র বচ্চন। মার্টিন স্কর্সেসে এবং ক্রিস্টোফার নালন অমিতাভের হাতে সেই অনন্য সম্মান তুলে দেবেন। ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ফিলম এচিভার্স এর তরফ থেকে এই সম্মান দেয়ার আয়োজন করা হয়েছে।

পুরস্কৃত হবেন শুনে যথেষ্টই উচ্ছ্বসিত সিনিয়র বচ্চন এবং তিনিও মনে করেন যে সিনেমার গুণমান রক্ষার্থে তিনি সাধ্যমত চেষ্টা করছেন এবং আগামী দিনেও করে যাবেন। ফলে এই পুরস্কারের মধ্যে দিয়ে অমিতাভের সাফল্যের ঝুলিতে আরও একটি পালক যুক্ত হলো। এতে খুশীর লহর বচ্চন অনুরাগীদের মধ্যে।

দীর্ঘ বছর ধরে সংস্থার সঙ্গে যুক্ত ক্রিস্টোফার এবং মার্টিন অমিতাভের হাতে সেই পুরস্কার তুলে দেবার আগে অমিতাভের বর্ণময় কর্মজীবনের ভূয়সী প্রশংসা করেন। জানিয়েছেন, অমিতাভ ভারতীয় সিনেমার মানকে নিজের অভিনয় দক্ষতার মাধ্যমে অনেকটা সমৃদ্ধ করার চেষ্টা করেছেন এবং করে চলেছেন ধারাবাহিকভাবে। সংস্থাটি গোটা পৃথিবী জুড়ে সিনেমার প্রচার এবং প্রসার নিয়ে কাজ করে।

তাই ২০২১ সালে এবছর অমিতাভ বচ্চনকে সম্মানিত করতে পেরে নিজেদেরকে ধন্য বলে মনে করছেন এবং মনে করেন যে ভারতীয়দের মধ্যে সিনেমাকে রক্ষা করা এবং তার ধারাকে এগিয়ে নিয়ে যেতে এই ধরনের আয়োজন যথেষ্ট তাৎপর্যপূর্ণ।