আবারো করোনায় বাড়ছে মৃত্যুর মিছিল । এক দিনে ২৬ জনের মৃত্যু এবং শনাক্ত প্রায় ২হাজারের তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ৬৬৮ জনে। আর এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ৫ লাখ ৬৮ হাজার ৭০৬ জন।
করোনাভাইরাস নিয়ে শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।