জিয়াউর রহমানের খেতাব বাতিলের প্রক্রিয়া, মুক্তিযুদ্ধের সাথে বিশ্বাসঘাতকতা বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (১৫ মার্চ) গুলশানে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগই যে মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি এরমাধ্যমেই প্রতিষ্ঠিত হবে।
১৭ থেকে ২৬ মার্চ পর্যন্ত কোনো সমাবেশ বা কর্মসূচি পালন না করার এসবির আহ্বান, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন ব্যাহত করবে বলেও মনে করেন মির্জা ফখরুল। বিদেশ থেকে রাষ্ট্র প্রধানরা এলে, তাদের প্রতি শ্রদ্ধা রেখেই অন্যদল কর্মসূচি পালন করবে, তাতে ক্ষমতাসীনদের সমস্যা কোথায় জানতে চান মির্জা ফখরুল