কক্সবাজার বিজিবির অভিযানে মরিচ্যা চেকপোষ্ট হতে বার্মিজ ইয়াবাসহ আসামী আটক

আপডেট: মার্চ ১৫, ২০২১
0

কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর মরিচ্যা চেকপোষ্ট হতে পৃথক পৃথক ২ টি অভিযানে সর্বমোট ৬৮,০৫,৫০০/- (আটষট্টি লক্ষ পাঁচ হাজার পাঁচশত) টাকা মূল্যের ২২,৬৮৫ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেটসহ ০৩ জন আসামী (বাংলাদেশী-০২ এবং রোহিঙ্গা-০১) আটক করতে সক্ষম হয়। উক্ত অভিযান পরিচালনার তথ্যাদি নিম্নরূপঃ

ক। কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধীনস্থ মরিচ্যা চেকপোষ্টের সদস্যগণ নিজস্ব গোয়েন্দা সংবাদের ভিত্তিতে কক্সবাজার জেলার রামু উপজেলাধীন ৯নং খুনিয়াপালং ইউপি’র মরিচ্যা চেকপোষ্ট নামক স্থানে টেকনাফ হতে কক্সবাজারগামী সিএনজি তল্লাশীকালীন সিএনজির তৈলের ট্যাংকির ভিতরে অতিকৌশলে লুকায়িত অবস্থায় ধৃত ০১ জন আসামীসহ ৬২,৪৩,০০০/- টাকা মূল্যের ২০,৮১০ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়।
কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধীনস্থ মরিচ্যা চেকপোষ্টে ডগ হ্যান্ডেলার কর্তৃক ডগ বিনাকা কর্তৃক কক্সবাজার জেলার রামু উপজেলাধীন ৯নং খুনিয়াপালং ইউপি’র মরিচ্যা চেকপোষ্ট নামক স্থানে টেকনাফ হতে কক্সবাজারগামী সিএনজি তল্লাশীকালীন সিএনজির ব্যাক গিয়ারের পিছনে অতিকৌশলে লুকায়িত অবস্থায় ধৃত ০২ জন আসামীসহ ৫,৬২,৫০০/- টাকা মূল্যের ১,৮৭৫ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়। উল্লেখিত ঘটনার প্রেক্ষিতে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।