ইসলাম মানবতার ধর্ম–হাসান উদ্দিন সরকার

আপডেট: ফেব্রুয়ারি ১৮, ২০২১
0

গাজীপুর সংবাদদাতাঃ
গাজীপুর মহানগর বিএনপির সভাপতি সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার বলেছেন, ইসলাম মানবতার ধর্ম। ইসলামে ধর্ম-বর্ণ নির্বেশেষে সকল শ্রেণীর মানুষের অধিকার রক্ষার কথা বলা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইসলামী চেতনার আলোকে সকল ধর্মের মানুষের অধিকার রক্ষায় বদ্ধপরিকর।

তিনি বৃহস্পতিবার টঙ্গী পশ্চিম থানা বিএনপি আয়োজিত স্থানীয় বড় দেওড়ায় ভাষা শহীদদের স্মরণে তারেক রহমানের নির্দেশে হিন্দু সম্প্রদায়ের মধ্যে বস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। টঙ্গী পশ্চিম থানা বিএনপির সভাপতি মাহবুবুল আলম শুক্কুরের সভাপতিত্বে ও গাজীপুর মহানগর বিএনপির প্রকাশনা সম্পাদক আজিজুল হক রাজু মাস্টারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা. মাজহারুল আলম ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. সোহরাব উদ্দিন। আরো বক্তব্য দেন, মহানগর যুবদলের সভাপতি প্রভাষক বসির উদ্দিন, টঙ্গী পশ্চিম থানা বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ নাসির উদ্দিন নাসু, ৫৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আতাউর রহমান আতিক, মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ন সম্পাদক শেখ মো. সুমন, সেচ্ছাসেবকদল নেতা রাতুল ভূইয়া, ছাত্রদল নেতা তানভীর আহমেদ রাজন, রেজুয়ানুর রহমান প্রত্যয় বেপারী প্রমুখ। এছাড়া টঙ্গী পশ্চিম থানা যুবদলের সদস্য সচিব সাজেদুল ইসলাম, মহানগর তাঁতী দলের আহ্বায়ক তাজুল ইসলাম বেপারী, ৫৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ওমর ফারুক, সাধারণ সম্পাদক হেমায়েত উদ্দিন, ৫৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী জহির উদ্দিন, ৫১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, ৫৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাদেক আলী, আমির হোসেন, কামাল শেখ, আলী আহমেদ টুটুল, ছাত্রদল নেতা নাজমুল হাসান নাঈমসহ বিপুল সংখ্যক নেতাকর্মী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথির বক্তৃতায় ডা. মাজহারুল আলম বলেন, আওয়ামীলীগ যতবার ক্ষমতায় এসেছে ততবারই হিন্দুদের ওপর নির্যাতন করেছে। বাংলার মাটিতে সকল ধর্মের মানুষকে একসাথে নিয়ে থাকার জন্যই শহীদ প্রেসিডেণ্ট জিয়াউর রহমান জাতীয়তাবাদী দল গঠন করেছিলেন। বিএনপি অতীতেও হিন্দুদের সাথে ছিল, এখনও আছে, আগামীতেও থাকবে।
মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. সোহরাব উদ্দিন বলেন, বিএনপি ঐতিহাসিক মদিনা সনদ অনুযায়ী সকল ধর্ম-বর্ণের মানুষের অধিকার রক্ষায় বিশ্বাসী।
###
মোঃ রেজাউল বারী বাবুল
গাজীপুর।