উজিরপুরে স্কুলের বারান্দা থেকে বৃদ্ধ পরিমলের লাশ উদ্ধার

আপডেট: জুন ১, ২০২১
0

রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি॥
বরিশালের উজিরপুরে স্কুলের বারান্দা থেকে পরিমল দাস (৭৫) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। আজ ১ জুন মঙ্গলবার সকালে এ লাশ উদ্ধার করে তার মৃত্যু রহস্য উদঘাটনে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। জানা গেছে পরিমল দাস পিরোজপুর জেলার স্বরুপকাঠি উপজেলার লক্ষণকাঠী গ্রামের মৃত গোপীনাথ দাসের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, পরিমলের উজিরপুরে কোনো আত্মীয় স্বজন ছিল না। দীর্ঘদিন ধরে সে ওই এলাকায় থেকে যখন যা কাজ পেতেন তাই করতেন। সে উপজেলার লস্করপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বারান্দায় রাত্রিযাপন করতো। ৩১ মে সোমবার গভীর রাতে স্কুলেল বারান্দায় পরিমল দাসের লাশ পরে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়।

এ প্রসঙ্গে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল আহসান জানান, খবর পেয়ে বৃদ্ধের লাশ উদ্ধার করে তার মৃত্যু রহস্য উদঘাটনে ১ জুন মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে। ###

রাহাদ সুমন,বানারীপাড়া