স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপনের দিনে হেফাজত ইসলাম এবং পরবর্তীতে বিএনপির পূর্ব ঘোষিত সারা দেশে বিক্ষোভ শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের তান্ডবে সারা বাংলাদেশে অসংখ্য মানুষের রক্ত ঝরিয়ে ১৮ টি তাজা প্রাণ কেড়ে নেওয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কুয়েত শাখা ।
গতকাল এক ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে এই প্রতিবাদ জানানো হয় ।
নব নির্বাচিত কুয়েত বিএনপির সভাপতি জনাব মাহফুজুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জনাব আবুল হাশেম এনামের সঞ্চালনায় প্রতিবাদ সভায় যোগ দেন কুয়েত বিএনপির কেন্দ্রীয় কমিটি, প্রদেশ কমিটি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ।
বক্তাগণ ফ্যাসিজম সরকারের দমন পীড়ন ও জুলুম নির্যাতনের বিরুদ্ধে কঠোর সমালোচনা করে এই অবৈধ সরকারের পদত্যাগ দাবী করেন । অন্যথায় অতীতের স্বৈরশাসকের চেয়েও করুণ পরিনতির মাধ্যমে বিদায় নেওয়ার জন্য তৈরী থাকতে হুশিয়ারী দেন ।