জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু এমপি ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি আজ শনিবার এক শোক বার্তায় দেশের জনপ্রিয় অভিনেতা, বিশিষ্ট চিত্রনাট্যকার এটিএম শামসুজ্জামানের মৃত্যুতে গভীর শোক এবং শোকাহত পরিবার-স্বজন-সহ অভিনেতা-ভক্ত এবং চলচ্চিত্রপ্রেমীদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন।
তারা বলেন, অসাম্প্রদায়িক চেতনার বিকাশ এবং দক্ষ ও সৃষ্টিশীল অভিনয়ের জন্য এটিএম শামসুজ্জামান চিরস্মরণীয় হয়ে থাকবেন। তাঁর মৃত্যুতে চলচ্চিত্র অঙ্গনে অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো।