কেশবপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী মফিজের উঠান বৈঠক ও পথসভা অনুষ্ঠিত

আপডেট: মার্চ ১৮, ২০২৪
0

এস আর সাঈদ, কেশবপুর (যশোর) থেকে ॥
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে কেশবপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজের উঠান বৈঠক গতকাল বিকালে উপজেলার ময়নাপুর সাইক্লোন সেন্টারে ও পথসভা সানতলায় অনুষ্ঠিত হয়েছে। সুফলাকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মনির পরিচালনায় উঠান বৈঠক ও পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ।
অন্যান্যের মধ্যে বক্তব্য উপস্থিত ছিলেন কেশবপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবির হোসেন কেশবপুর পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, কেশবপুর সদর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক তৌহিদুর রহমান তহিদ, যুগ্ম-আহ্বায়ক আব্দুল গফুর গাজী, সুফলাকাটি ইউনিয়ন আওয়ামী লীগের শিক্ষা ও মাবন কল্যাণ বিষয়ক সম্পাদক নুরে আলম সিদ্দিকী পলাশ, সুফলাকাটি ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্য রেজা মজুমদার, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জামির আলী মোড়ল, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিপ্লব কুমার মন্ডল, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিধান বৈকারাকী, ইউপি সদস্য আব্দুর রশিদ, সাবেক ইউপি সদস্য শালপা খাতুন, সুফলাকাটি ইউনিয়ন যুবলীগের সদস্য ইন্দ্রজিত রাজবংসী, যুবলীগ নেতা ইসমাইল হোসেন, শিমুল হোসেন, সহ উপজেলা,পৌর ইউনিয়ন,ওয়ার্ড আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
ছবি- ইমেইলে