খালেদা জিয়ার মুক্তির দাবীতে সন্ধ্যায় রাজধানীতে বিএনপির মশাল মিছিল

আপডেট: মার্চ ৫, ২০২১
0

বিএনপির সিনিরয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী বলেছেন , ‘হত্যার আসামির দণ্ড মওকুফ হয়, দ্রুত জামিন হয়, লুটপাটকারীরা ধরাছোঁয়ার বাইরে থাকে, দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচারকারীরা সহজেই দেশ ছাড়তে পারে, অথচ মানুষ এসবের সমালোচনা করলেই তাদের ওপর নেমে আসে নির্যাতন। ‘

শুক্রবার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে রাজধানীর শংকর এলাকা থেকে ধানমন্ডি ২৭ নম্বর পর্যন্ত এ মশাল মিছিল শেষে এসব কথা বলেন।

ঢাকা মহানগর পশ্চিম থানা ছাত্রদলের সভাপতি কামরুজ্জামান জুয়েলের উদ্যোগে মশাল মিছিলে সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন।

রিজভী বলেন , নিপীড়ন আর হুংকারের স্বরে এখন দেশ শাসন চলছে। মুশতাক ফাঁসির আসামি নন, তবুও তাকে কারাগারের মধ্যে জীবন দিতে হলো। সরকার মনে করছে, যারা সমালোচনা করে তারা প্রত্যেকেই অপরাধী, সুতরাং কারাগার এবং মৃত্যুই তাদের একমাত্র প্রাপ্য। ক্ষমতাসীনদের বিপক্ষে কোনো সত্য উচ্চারণ এবং সমালোচনা করলেই সেটা হয়ে যায় তাদের চোখে রাষ্ট্রদ্রোহিতা।’

রুহুল কবির রিজভী বলেন, ‘দেশের সবচেয়ে জনপ্রিয় নেতা ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে রাজনৈতিক প্রতিহিংসার কারণে অন্যায়ভাবে ভিত্তিহীন মামলায় সাজা দেওয়া হয়েছে। কারাগার থেকে মুক্ত হলেও তিনি এখন গৃহবন্দি। আমরা অবিলম্বে গণতন্ত্রের মাতা খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি করছি। আমরা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সব মামলা প্রত্যাহারের জোর দাবি করছি।’