নিজস্ব প্রতিবেদক:
গাঁজা সেবনের অভিযোগে ইডেন কলেজের এক ছাত্রীসহ তিনজনকে আটক করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে গতরাতে তাদেরকেক আটক করে শাহবাগ থানায় সোপর্দ করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী পঙ্কজ চৌধুরী রাতুল, বহিরাগত আরাফাত আহমেদ সাদ ও ইডেন মহিলা কলেজের দর্শন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আসপিয়া আক্তার। অভিযোগ পাওয়া গেছে এরা প্রায়ই ক্যাম্পাসে এসে গাঁজা সেবন করেন। গতকাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানতে পেরে তাদেরকে আটক করে পুলিশে সোপর্দ করে।
বিষয়টি নিশ্চিত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, মাদক সেবনের অভিযোগ ৩ জনকে আটক করা হয়েছে। তাদের শাহবাগ থানায় সোপর্দ করা হয়েছে। এর আগেও অনেককে মাদক সেবনকালে ক্যাম্পাস থেকে আটক করা হয়।