গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল

আপডেট: ফেব্রুয়ারি ১০, ২০২১
0

গাজীপুর সংবাদদাতাঃ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে হওয়া সাজা বাতিলের দাবিতে বুধবার গাজীপুর মহানগর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বিএনপির বর্তমান ভাইস চেয়ানম্যান অধ্যাপক এম এ মান্নানের ছেলে এম মঞ্জুরুল করিম রনির নেতৃত্বে গাজীপুর মহানগরে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের সালনা এলাকায় ওই মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সহসভাপতি এ্যাডভোকেট মেহেদী হাসান এলিস, গাজীপুর মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ভিপি জয়নাল আবেদীন তালুকদার, জিসিসির কাউন্সিলর হাসান আজমল ভুঁইয়া, কাউন্সিলর তানভীর আহমেদ, বীর মুক্তিযোদ্ধা এস কে জবিউল্লাহ, বিএনপি নেতা নূর মোহাম্মদ, সাইদুল আলম জুয়েল, মির্জা শফিক, মাহমুদ হাসান রাজু, বিল্লাল হোসেন, শাহিন, রোহানুজ্জামান শুকুর,

শরিফুল ইসলাম শামীম,শাহাদাৎ হোসেন, নাজমুল ইসলাম, জাহাঙ্গীর হাজারী, আশরাফ হোসেন, আরিফুর রহমান চৌধুরী কামরুল, ভিপি আসাদুজ্জামান নূর, আসাদুল আলম , শহিদুল ইসলাম সরকার, ইবনে সিনহা চৌধুরী তোহা, সাব্বির আহমেদ, মাহমুদ নেওয়াজ প্রমূখ।
###
মোঃ রেজাউল বারী বাবুল