গাজীপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশঃ আল জাজিরার রিপোর্ট ধামা চাপা দিতে জিয়ার খেতাব কেড়ে নেয়ার ষড়যন্ত্র

আপডেট: ফেব্রুয়ারি ১৪, ২০২১
0

গাজীপুর সংবাদদাতাঃ
সাবেক রাস্ট্রপতি জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে শনিবার গাজীপুরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সকালে জেলা শহরের রাজবাড়ি সড়কে দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও জেলা বিএনপির সদস্য সচিব কাজী ছাইয়েদুল আলম বাবুল।

জেলা বিএনপি নেতা শাহজাহান ফকিরের সভাপতিত্বে ও সাখাওয়াৎ হোসেন সবুজের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন জেলা বিএনপি নেতা পৌর মেয়র মোঃ মজিবুর রহমান, খন্দকার আজিজুর রহমান পেরা, সাখাওয়াৎ হোসেন সেলিম, খলিলুর রহমান, মুক্তিযোদ্ধা ফজলুর রহমান,

নাহীন আহমেদ মমতাজী, যুবদল নেতা মজিবুর রহমান প্রমুখ। সভায় বক্তারা বলেন, আল-জাজিরার রিপোর্টকে ধামা চাপা দিতে সরকার মানুষের দৃষ্টি অন্য দিকে সরানোর জন্য পরিকল্পিতভাবে জিয়াউর রহমানের রাষ্ট্রীয় খেতাব ‘বীর উত্তম’ কেড়ে নেয়ার চেষ্টা করছে। বক্তরা অবিলম্বে এ সিদ্ধান্ত বাতিলের দাবি জানান।
###
মোঃ রেজাউল বারী বাবুল
গাজীপুর