গাজীপুরে শিশু ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গার্মেন্টস কর্মী গ্রেফতার

আপডেট: মার্চ ৯, ২০২১
0

গাজীপুর সংবাদদাতাঃ গাজীপুরে তৃতীয় শ্রেণীর ছাত্রী এক শিশুকে (১০) ধর্ষণের অভিযোগে এক গার্মেন্টস কর্মীকে মঙ্গলবার গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতের নাম হুমায়ুন কবির (৩৩)। সে ময়মনসিংহের মুক্তাগাছা থানার কলমোহল গ্রামের হাফেজ আব্দুল হামিদের ছেলে।

জয়দেবপুর থানার এসআই রকিবুল ইসলাম এবং স্থানীয়রা জানান, গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের শিরিরচালা এলাকায় ভাড়া বাসায় থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় চাকুরি করত হুমায়ুন কবির। একই বাড়িতে ভাড়া থাকে শিশুটির পরিবার। রবিবার শিশুটিকে বাড়িতে রেখে তার বাবা-মা কাজে চলে যান। শিশুটিকে একা পেয়ে কৌশলে তাকে ঘরে নিয়ে ধর্ষণ করে হুমায়ুন। ধর্ষণের শিকার শিশুটির ভাই বিষয়টি জানতে পেরে থানায় অভিযোগ করেন। মঙ্গলবার পুলিশ হুমায়ুনকে গ্রেফতার করে আদালতে পাঠায়।
###
মোঃ রেজাউল বারী বাবুল