গাজীপুর সংবাদদাতাঃ গাজীপুরে মহাসড়কের রোড ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী দুই ব্যবসায়ী বৃহষ্পতিবার নিহত হয়েছেন। নিহতরা হলেন- গাজীপুর সিটি কপোর্রেশনের কোনাবাড়ি থানাধীন জরুন মিরপুর এলাকার মোঃ কালু শেখের ছেলে ঔষধ ব্যবসায়ী আব্দুল আজিজ (৩৮) এবং একই এলাকার কাপড় ব্যবসায়ী আল আমিন (৩২)।
জিএমপি’র বাসন থানার এসআই নাহিদ জানান, বৃহষ্পতিবার বেলা ১১টার দিকে আল আমিন ও আজিজ কোনাবাড়ি থেকে মোটর সাইকেলযোগে ভোগড়া এলাকায় যাচ্ছিলেন। তারা বেপরোয়া গতিতে যাওয়ার পথে ঢাকা-টাঙ্গাইল মহাড়কের বাসন থানাধীন পেয়ারাবাগান এলাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।
এসময় মহাসড়কের স্টীলের তৈরী ডিভাইডারের সঙ্গে মোটরসাইকেলটির সজোরে ধাক্কা লাগে। এতে তারা দুইজন মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মাথায় আঘাত পান এবং ঘটনাস্থলেই নিহত হন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ এবং মোটর সাইকেলটি জব্দ করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।