গাজীপুর মহানগরে ঐতিহাসিক ৭ ই মার্চ পালিত

আপডেট: মার্চ ৭, ২০২১
0

গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় দিবস ঐতিহাসিক ৭ ই মার্চ পালিত হয়েছে। এ উপলক্ষে পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভাসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকালে মহানগর আওয়ামীলীগ কার্যালয় প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মহানগর আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লা খান, সাধারণ সম্পাদক সিটি মেয়র অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে মহানগর আওয়ামী লীগ, মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেলের নেতৃত্বে যুবলীগ, জেলা আইনজীবী সমিতি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাকির উদ্দিন আহম্মেদের নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এছাড়া মহিলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগসহ বিভিন্ন সংগঠন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে। পরে আওয়ামীলীগ কার্যালয় প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তাগণ বলেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ আমাদের স্বাধীনতা এনে দিয়েছে। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা অর্থনৈতিক মুক্তি পাচ্ছি, উন্নয়নের শিখরে যাচ্ছে দেশ।
বাউবি’তে ঐতিহাসিক ৭ই মার্চ দিবস উদ্যাপন
বাংলাদেশ উ›মুক্ত বিশ্ববিদ্যালয়ে (বাউবি) যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ দিবস-২০২১ পালিত হয়। সকাল ৮:১৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলণের মাধ্যমে এ কর্মসূচি শুরু হয়। এ সময় উপাচার্য অধ্যাপক ড. এম এ মাননান-এর নেতৃত্বে গাজীপুর ক্যাম্পাসে স্বাধীনতার চিরন্তন মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে এবং ধানমন্ডি ৩২ নম্বর রোডে বঙ্গবন্ধু স্মৃতি যাদুঘরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর প্রতিকৃতিতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য অধ্যাপক ড. নাসিম বানু, রেজিস্ট্রার ড. মহা: শফিকুল আলমসহ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ স্বাস্থ্যবিধি মেনে নিরাপদ দূরত্ব বজায় রেখে উপস্থিত ছিলেন।
মোঃ রেজাউল বারী বাবুল
গাজীপুর ।