চকরিয়ায় গৃহবধূকে গাছে বেঁধে নির্যাতন : ভিডিও ভাইরাল

আপডেট: মার্চ ১৮, ২০২১
0

হামিদ কল্লোল, চকরিয়া থেকে। কক্সবাজারের চকরিয়ায় নুর আয়েশা নামক এক গৃহবধূকে সুদের টাকার জন্য গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের ঘটনা ঘটেছে।এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

জানা যায়,বরইতলি ইউনিয়নের হাপুনিয়াকাটা ৮নং ওয়ার্ডে সুদের টাকার অজুহাতে আলী হোসেনের স্ত্রী নুর আয়েশাকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করেন একই এলাকার জহির আহমদের পুত্র শওকত।

কিছুদিন আগে নুর আয়েশা শওকতের নিকট থেকে ওষুধ কেনার জন্য ২৫০০টাকা ধার নেন।সেই টাকার সুদসহ ৫০০০টাকা তিনি পরিশোধও করেন।

এরপরেও শওকত আরো দুই হাজার টাকা দাবি করে। সেই টাকা দিতে না পারায় মহিলাটিকে তিনি গাছের সঙ্গে বেঁধে অমানবিক নির্যাতন করেন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাকের মোঃ জুবায়ের জানান যে,এই ঘটনায় চারজনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। একজন আসামি গ্রেফতার হয়েছে।

এলাকাবাসী এমন অমানবিক নির্যাতনের প্রতিবাদে তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছে।তারা অবিলম্বে অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।