চারঘাট পুলিশের পৃথক অভিযানে ফেনসিডিল গাঁজা হেরোইন সহ আটক ৩

আপডেট: মার্চ ১০, ২০২১
0

আবু সুফিয়ান, চারঘাট, রাজশাহী:

রাজশাহীর
চারঘাটে পৃথক অভিযানে গাঁজা,
হেরোইন ও ফেন্সিডিলসহ তিন মাদক
ব্যবসায়ীকে গ্রেফতার করেছে
পুলিশ। উদ্ধার মাদকদ্রব্যের মধ্যে ৮
কেজি গাঁজা, ২ গ্রাম হেরোইন এবং
চার বোতল ফেন্সিডিল রয়েছে।
চারঘাট মডেল থানা পুলিশের আলাদা
তিনটি অভিযানে এসব মাদকদ্রব্য উদ্ধার
হয়।
গ্রেফতার তিন জন হলো— থানাধীন
ইউসুফপুর এলকার মৃত যদু মিয়ার ছেলে
ভুট্টু মিয়া (৫১), মুক্তারপুর এলাকার
আয়নাল হকের ছেলে শিমুল আলী
(৩১) এবং টাংগন এলাকার মৃত জান
মোহাম্মদের ছেলে নাজিমুদ্দিন
(৪৭)।
চারঘাট মডেল থানার অফিসার ইনচার্জ
জাহাঙ্গীর আলম জানান, মঙ্গলবার (৯
মার্চ) রাতে ১১ টার দিকে ইউসুফপুর
ইউনিয়নের টাংগন এলাকায় অভিযান
চালিয়ে এক কেজি ২ গ্রাম
হেরোইনসহ নাজিম উদ্দীনকে
আটক করা হয়। এর আগে মঙ্গলবার
সন্ধ্যার দিকে সিপাইপাড়া এলাকায় অভিযান
চালিয়ে ৮ কেজি গাঁজার গাছসহ ভুট্টু
মিয়াকে আটক করা হয়।
এছাড়া অপর একটি অভিযানে এক
কেজি ৪ বোতল ফেন্সিডিলসহ শিমুল
আলীকে আটক করা হয়। মঙ্গলবার
রাত সাড়ে ৯টার দিকে মুক্তারপুর
আন্ধারীপাড়া এলাকায় এ অভিযান
চালানো হয়।
ওসি জাহাঙ্গীর আলম বলেন,
আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে
মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও
জমি জমা সংক্রান্ত মামলায় একজনকে
আটক করা হয়েছে। আটককৃতদের
বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল
হাজতে প্রেরণ করা হয়েছে