ছাতক প্রতিনিধি
ছাতকে ভয়াবহ বন্যায় বসতঘর ক্ষতিগ্রস্থদের মাঝে ‘প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের টাকা বিতরণ কার্যক্রম চলছে। সোমবার থেকে তালিকা করা ক্ষতিগ্রস্থ পরিবারের হাতে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের ১০ হাজার টাকা করে বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান ও বিভিন্ন ইউপি চেয়ারম্যান বৃন্দ।
বন্যায় ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি সংস্কারের জন্য ছাতক উপজেলায় ৫৭৫ জনকে নগদ ১০ হাজার টাকা করে বিতরণ করা হচ্ছে। এর আগ সরকারি নির্দেশনা অনুযায়ী জনপ্রতিনিধি সহ বিভিন্ন মাধ্যমে বন্যায় বসতঘর ক্ষতিগ্রস্থদের তালিকা প্রস্তত করা হয়। তালিকায় স্থান পাওয়া এসব ক্ষতিগ্রস্থদের দু’টি ক্যাটাগরিতে ভাগ করা হয়। সম্পূর্ণ ও আংশিক ক্ষতিগ্রস্থ।
সম্পূর্ণ বা অধিক ক্ষতিরস্থ ৫৭৫ টি পরিবারকে ঘর সংস্কার করার জন্য ১০ হাজার টাকা করে প্রদান করা হচ্ছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান জানান, ঘর ক্ষতিগ্রস্থদের মাঝে প্রধানমন্ত্রী ত্রাণ ও কল্যাণ তহবিলের ১০ হাজার করে টাকা প্রদান করা হচ্ছে। উপজেলার ৫৭৫ পরিবারের মাঝে ৫৭ লক্ষ ৫০ হাজার টাকা প্রদান করা হবে।##