ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জুয়েলের আগাম জামিন লাভ

আপডেট: মার্চ ১৪, ২০২৪
0

ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জুয়েলের আগাম জামিন পেয়েছেন। গত বছরের ২৮ অক্টোবর পরবর্তী বিএনপির আন্দোলনের সময় পল্টন, রমনা, হাতিরঝিল সহ রাজধানীর বিভিন্ন থানার ৮ মামলায় হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের জন্য আগাম জামিন লাভ করেছেন, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সদ্য সাবেক সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল।

হাইকোর্টর বিচারপতি মোঃ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেন সমন্বয়ে দ্বৈত বেঞ্চ পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে বুধবার বিকেলে এ আদেশ দেন। ৬ সপ্তাহের মধ্যে তাকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে হবে।

সাইফ মাহমুদ জুয়েলের পক্ষে আদালতে মামলা পরিচালনা করেন সিনিয়র আইনজীবী নিতাই রায় চৌধুরী। সাথে ছিলেন ব্যারিষ্টার কায়সার কামাল।