চট্টগ্রাম বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেনসহ বিএনপির ৫৭ নেতাকর্মীর বিরুদ্ধে দুটি মামলা দায়ের করেছে পুলিশ। চট্টগ্রামে বিএনপি-পুলিশ সংঘর্ষের ঘটনায় আজ মঙ্গলবার সকালে মহানগরীর কোতোয়ালী থানায় পুলিশ ও ট্রাফিক পুলিশের পক্ষ থেকে মামলা দুটি দায়ের করা হয়।
পুলিশের ওপর হামলার ঘটনায় দায়ের করা এ দুই মামলায় নগর বিএনপির সভাপতি ডা: শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, সহ -সভাপতি আবু সুফিয়ান, মহিলা দলের সভাপতি মনোয়ারা বেগম মনিসহ বিএনপির ৫৭ নেতাকর্মীকে আসামী করা হয়েছে। এর আগে সোমবার বিকেলে নগরীর দলীয় কার্যালয়ের সামনের সড়কে বিএনপি সমাবেশ করতে চাইলে পুলিশ বাধা দেয়। এনিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষের এক পর্যায়ে বিএনপি নেতাকর্মীরা যানবাহন ও দোকানপাট ভাংচুর করে সড়কে আগুন জ্বালিয়ে দেয়। এ ঘটনায় বিএনপির সভাপতি ডা: শাহাদাত হোসেনসহ বিএনপির ১৬ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।