ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতাঃ
খুলনা- সাতক্ষীরা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় বাস মটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত আহসান হাবিব (৩৫) সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার গোপাখালী গ্রামের আবুল কাশেমের পুত্র।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়; খুলনা থেকে সাতক্ষীরাগামী একটি বাস শুক্রবার (৪ মার্চ) সকাল ৯টায় ডুমুরিয়া মহিলা কলেজের সামনে পৌঁছালে একটি মটর সাইকেলকে (সাতক্ষীরা-ল-১২-৫১৮৮) ধাক্কা দেয়। এসময় আরও একটি পিক-আপ মটর সাইকেলসহ হাবিবকে চাপা দেয়। এতে মটর সাইকেল আরোহী আহসান হাবিব ঘটনাস্থলে নিহত হন। ঘাতক বাস ও পিক -আপ পালিয়ে যায়। মটর সাইকেল আরোহী আহসান হাবিব খুলনা রুহান শিপিং এ চাকরি করেন বলে পুলিশ জানায়।