ড. তারেক শামসুর রেহমানের মৃত্যুতে মীর্জা ফখরুলের শোক

আপডেট: এপ্রিল ১৭, ২০২১
0

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ এক শোকবার্তায় বাংলাদেশ বিশ^বিদ্যালয় মঞ্জুরী কমিশনের সাবেক সদস্য, জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক তারেক শামসুর রহমানের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন।

শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, তারেক শামসুর রহমান বাংলাদেশের একজন খ্যাতিমান গবেষক ছিলেন। আন্তর্জাতিক রাজনীতি, আন্ত:রাষ্ট্রীয় সম্পর্ক ও বৈদেশিক নীতি নিয়ে তাঁর গবেষণা কর্ম রয়েছে। জাতীয় ও আন্তর্জাতিক রাজনীতি নিয়ে তাঁর বিশ্লেষণ ছিল খুব উঁচু মানের।

বিএনপি মহাসচিব শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গ ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।