নিজস্ব প্রতিবেদক:
সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধের খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ করেছে বিএনপি। আজ দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে এই বিক্ষোভ কর্মসূচী অনুষ্ঠিত হয়।
বিএনপি নেতা কর্মীরা নয়া পল্টনস্থ দলীয় কার্য়ালয়ের সামনে দিয়ে মিছিল নিয়ে বের হয়। পরবর্তীতে নাইটেঙ্গেল মোড় ঘুরে আবার দলীয় কার্যালয়ের সামনে এসে মিছিল শেষ হয়। জাতীয় মুক্তিযুদ্ধ কাউন্সিল(জামুকা)’র এক বৈঠকে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব বাতিলের সিদ্ধান্ত হয়। এরই প্রতিবাদে এই বিক্ষোভ কর্মসূচী অনুষ্ঠিত হয়।
কর্মসূচীর এক পর্যায়ে রুহুল কবির রিজভী বলেন, আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নির্দেশেই এমনটি হচ্ছে। রিজভী বলেন, এই কাজ করে আওয়ামী লীগ দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে।
বিক্ষোভ কর্মসূচীতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দলের যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, মীর সরাফত আলী সপু, আব্দুল কাদের জুয়েল, ফজলুর রহমান খোকন এবং ইকবাল হোসেন শ্যামল প্রমুখ।