ডেস্ক রিপোর্ট:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নৃিবজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক রাশীদ মাহমুদ মারা গেছেন। বুধবার সাতক্ষীরার শ্যামনগরে তিনি মারা যান।
ঢাকা বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, অধ্যাপক রাশীদ মাহমুদ সাতক্ষীরার শ্যামনগরে গবেষণার জন্য ফিল্ডওয়ার্কে ছিলেন। সেখানে হঠাৎ অসুস্থ বোধ করেন তিনি। এর কিছুক্ষণ পরই তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শ্যামনগর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, ‘তাকে (অধ্যাপক রাশীদ মাহমুদ) মৃত অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়।’ তার ময়না তদন্ত হওয়ার কথা রয়েছে। হাসপাতাল সূত্র বলেছে, ময়না তদন্ত ছাড়া মৃত্যুর কারণ বলা যাবে না।
নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ফারহানা বেগম সাংবাদিকদের বলেছেন, তিনি করোনায় আক্রান্ত। বুধবার সকালেও রাশীদ ফোন করে তার খোঁজ-খবর নিয়েছেন। তিনি বলেন, ’প্রাণবন্ত ও স্বাভাবিক একজন মানুষের মৃত্যুর খবর পেয়ে খুব খারাপ লাগছে। তার মৃত্যুতে আমরা গভীরভাবে বেদনাহত।”
অধ্যাপক রাশীদ মাহমুদের পৈতৃক বাড়ি ফেনীতে। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ২ সন্তান রেখে গেছেন।