তিতাস ও হোমনায় স্বেচ্ছাসেবকদলের উপজেলা আহবায়ক কমিটি অনুমোদন

আপডেট: এপ্রিল ১৮, ২০২১
0

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সঙ্গে কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক টিম ও কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দের সাথে যৌথ সভায় সর্বসম্মতি ক্রমে স্বেচ্ছাসেবক দল কুমিল্লা উত্তর জেলা শাখার তিতাস ও হোমনা উপজেলার আহবায়ক কমিটি অনুমোদনের সিদ্ধান্ত গৃহীত হয়। স্বেচ্ছাসেবক দল কুমিল্লা উত্তর জেলার ভারপ্রাপ্ত সভাপতি আল এমরান খান এবং সাধারণ সম্পাদক মো: মোশাররফ হোসেন হাজারী এ কমিটি অনুমোদন করেন।

কুমিল্লা উত্তর জেলার অনুমোদিত কমিটি সমূহ :

১.তিতাস উপজেলা : আহবায়ক : মো: ফারুক হোসেন ভ‚ইয়া, সদস্য সচিব : মো: ইসমাইল হোসেন। যুগ্ম আহবায়ক-১.সফিকুল ইসলাম ভ‚ইয়া ২.আলাউদ্দিন ভূইয়া ৩.জালাল উদ্দিন রুমি ৪.জুলফিকার আলী মেম্বার ৫.মহসিন মিয়া ৬.মনির হোসাইন ৭.আমজাদ হোসেন ৮.জহিরুল ইসলাম হৃদয় ৯.মানিক সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।

২.হোমনা উপজেলা : আহবায়ক: মো: অহিদুজ্জামান মোল্লা, সদস্য সচিব: মো: ইব্রাহিম। যুগ্ম আহবায়ক-১.মো: শাহ আলম ২.মুন্সী নাজমুল হোসাইন (ফয়সাল) ৩.মো: আলমগীর হোসেন ৪.শরীফ মোল্লা ৫.মোক্তাদির হোসেন মিঠু ৬. রেজাউল করিম সুমন ৭.মো: মামুন সরকার ৮. মো: সাহাবুদ্দিন ৯.আব্দুল মোতালেব সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।

ঘোষিত কমিটির নেতৃবৃন্দকে আগামী ৩ মাসের মধ্যে অধীনস্থ সকল ইউনিয়নের কমিটি করার জন্য নির্দেশ দেওয়া হলো।