দক্ষিণ আইচা থানার আয়োজনে ইভিটিজিং নিয়ে আলোচনা সভা

আপডেট: জুন ২৮, ২০২২
0

মোঃ সিরাজুল ইসলাম চরফ্যাশন(ভোলা) প্রতিনিধি:

বাল্যবিবাহ, মাদক, ইভটিজিং ও মোবাইল ফোনের অপব্যবহার রোধে করণীয় বিষয় নিয়ে দক্ষিণ আইচা থানার আয়োজন উত্তর চরমানিকা লতিফিয়া দাখিল মাদ্রাসার হলরুমে আজ ২৮ জুন সকাল এগারোটায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মাদ্রাসার সুপার মাওলানা মোঃ সালেহ উদ্দিনের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মোঃ শাখাওয়াত হোসাইন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওই মাদ্রাসার সহসুপার মাওলানা মোঃ শহিদুল ইসলাম, সহকারী শিক্ষক ও সাংবাদিক এম লোকমান হোসেন, মোঃ সফিকুল ইসলাম, জামাল উদ্দিন, মহিবুল্লাহ, সাইফুল ইসলাম, মোঃ এছাহাক, এস আই মেহেদী প্রমুখ।

দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ, মোঃ শাখাওয়াত হোসাইন মাদ্রাসায় অধ্যয়নরত ছাত্র -ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, তোমার জাতির আগামী দিনের ভবিষ্যৎ। বাল্যবিবাহ প্রতিরোধে তোমরা এগিয়ে আসবে। মাদক ও মোবাইল ফোনের অপব্যবহার থেকে দূরে থাকবে।
তোমরা আমরা মোবাইল নাম্বার রেখে দাও, কোন স্হানে বাল্যবিবাহ সংগঠিত হচ্ছে দেখলে, আমাকে অবহিত করবে। আমি তোমাদের ডাকে সাড়া দিব।

মাদ্রাসার সুপার মাওলানা মোঃ সালেহ উদ্দিন বলেন, আমরাও চাই বাল্য বিবাহের মাধ্যমে কোন ছাত্র -ছাত্রীর লেখা পড়া যেন শেষ না হয়। বাল্যবিবাহ প্রতিরোধে আমরা সব সময়ই সক্রিয় ভূমিকা পালন করছি। স্হানীয় জনপ্রতিনিধিদের সহায়তা পেলে এটি রোধ করা সম্ভব ইনশাআল্লাহ।