দুপুরে সমাবেশে হামলার প্রতিবাদে সন্ধ্যায় মশাল মিছিল

আপডেট: ফেব্রুয়ারি ১৩, ২০২১
0

দুপরে প্রেসক্লাবে শান্তিপূর্ণ সমাবেশে হামলা চালিয়ে আহত ও গ্রেফতারের প্রতিবাদে সন্ধ্যায় বনানীতে মশাল মিছিল করেছে বিএনপি।

রাজধানীর মহাখালী চেয়ারম্যান বাড়ি থেকে বনানী পর্যন্ত এই বিক্ষোভ মিছিল করে দলটির নেতাকর্মীরা।

মিছিলে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাড. রুহুল কবির রিজভী। এ সময় ঢাকা মহানগর বিএনপির নেতা তারিকুল ইসলাম তেনজিং, গোলাম কিবরিয়া, ফারুক আহমেদ, সুমনসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিছিলে অংশ নেন।

উল্লেখ আজ দুপুরে জাতীয় প্রেসক্লাবে সমাবেশ শেষে বিএনপির নেতাকর্মী ও পুলিশের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় দলটির প্রায় ১৬০ জন নেতাকর্মী আহত হয়। এ ঘটনায় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের ২৫ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।