পাথরঘাটায় কোস্ট গার্ডের অভিযানে ম্যাগনেটিক পিলারসহ পাচারকারী আটক

আপডেট: মে ২৫, ২০২১
0

মঙ্গলবার মধ্যরাতে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের অধিনস্থ বিসিজি স্টেশান পাথরঘাটা কর্তৃক বরগুনা জেলার পাথরঘাটা থানাধীন ৫ নং ওয়ার্ড বড়ইতলা এলাকায় অভিযান পরিচালনা করে ১ টি ম্যাগনেটিক পিলারসহ পাচারকারীকে আটক করা হয়।

মঙ্গলবার (২৫ মে) বিকালে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার আমিরুল হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে স্টেশান কমান্ডার পাথরঘাটা লেঃ ফাহিম শাহরিয়ার, (এক্স), বিএন এর নেতৃত্বে উক্ত অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সময় পাথরঘাটার ০৫ নং ওয়ার্ড বড়ইতলা এলাকা থেকে ০১ টি ম্যাগনেটিক পিলার সহ ম্যাগনেটিক পিলার পাচারকারী মোঃ আবুল কালাম (৪০) কে আটক করা হয়।

আটককৃত পাচারকারী মোঃ আবুল কালাম বরগুনা জেলার পাথরঘাটা থানাধীন ০৫ নং ওয়ার্ড বড়ইতলা গ্রামের বাসিন্দা নুর মিয়া বয়াতির ছেলে। পরবর্তীতে ম্যাগনেটিক পিলার ও পাচারকারীকে পাথরঘাটা থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন।

তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ডের এখতিয়ারভুক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, জননিরাপত্তার পাশাপাশি জলদস্যুতা, ডাকাতি দমন, মাদকদ্রব্য নিয়ন্ত্রন ও দেশীয় সম্পদ রক্ষার্থে কোস্ট গার্ডের জিরোটলারেন্স নীতি অবলম্বন করে, নিয়মিত অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।