কবি হাবীবুল্লাহ সিরাজীর মৃত্যুতে মহিলা পরিষদের শোক

আপডেট: মে ২৫, ২০২১
0

বাংলা একাডেমির মহাপরিচালক, কবি, সাহিত্যিক, প্রকৌশলী হাবীবুল্লাহ সিরাজী-এর মৃত্যুতে বাংলাদেশ মহিলা পরিষদের শোক বিবৃতি প্রদান করেছে।

বাংলা একাডেমির মহাপরিচালক, জাতীয় কবিতা পরিষদের উপদেষ্টা, বাংলা একাডেমি ও ইন্সটিটিউট অফ ইঞ্জিনিয়ারস-এর ফেলো, প্রকৌশলী হাবীবুল্লাহ সিরাজী গতকাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুতে বাংলাদেশ মহিলা পরিষদ গভীরভাবে শোকাহত। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। পেশাগত জীবনে দেশে ও বিদেশে কর্মরত অবস্থায় প্রকৌশলী হাবীবুল্লাহ সিরাজী কবিতা, উপন্যাস ও শিশুসাহিত্য রচনা করেছেন।

তাঁর সাহিত্যে ও কবিতায় তিনি প্রগতিশীলতা ও মুক্তিযুদ্ধকে সর্বদা তুলে ধরেছেন। এ জন্য তিনি পাঠকমহলে চিরসমাদৃত হয়ে থাকবেন। সাহিত্যে অবদানের জন্য তিনি একুশে পদক, বাংলা একাডেমি পুরস্কারসহ আরো অনেক পুরস্কারে ভূষিত হন।

বাংলাদেশ মহিলা পরিষদ হাবীবুল্লাহ সিরাজী-র স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছে এবং তাঁর পরিবারের সকল শোকসন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে।